খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার শিমুলিয়ায় গাছের গুড়ি ফেলে কয়েকটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীদের অভিযোগ এ সময় পুলিশ ছিল ১’শ গজ দূরে। বাসের যাত্রী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিনগত রাত চারটার দিকে একদল ডাকাত খোকসা ও পাংশার সীমান্তবর্তী খোকসার শিমুলিয়া গ্রামের মধ্যে সড়কের পাশের থেকে দু’টি চারা আম গাছ কেটে সড়কে ফেলে রাখে। এ সময় রাজধানী ঢাকা, দৌলতদিয়া ও অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি যাত্রীবাহী বাস, ট্রাক, মটররসাইকেল ঘটনাস্থলে পৌছায়। ডাকাত দল কয়েকটি বাসের যাত্রীদের নগদ টাকা মোবাইল ফোন ডাকাতি করে নেয়। এ সময় ডাকাতদের হামলায় মাহাবুব আলম নামের এক যাত্রীসহ কমপক্ষে ৩ জন যাত্রী রক্তাক্ত আহত হয়। যাত্রীদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনার ১ থেকে দেড় মিনিটের মধ্যে খোকসা ও পাংশা থানার টহল পুলিশের দু’টিদল ঘটনাস্থলে পৌছায়। যাত্রী ও গ্রামবাসীরা ডাকাতদের আটকাবার জন্য পুলিশকে অনুরোধ করে। কিন্তু দুই থানার পুলিশ যাত্রীদের সহযোগীতা না করে নিজেরা ডাকাতির স্থান নিয়ে বিবাদে জড়িয়ে পরে। ডাকাতদের হামলায় আহত যাত্রী মাহাবুবুল আলম অভিযোগ করেন, খোকসা থানা পুলিশের দলটি ডাকাতির স্থান থেকে থেকে ১’শ গজ দূরে শিমুলিয়া আদিবাসী পল্লীর ব্রিজের উপর ছিল। ডাকাতরা যাত্রীদের মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার ১ থেকে দেড় মিনিটের মধ্যে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌছায় কিন্তু তারা ডাকাতদের আটকানোর উদ্যোগ নেয়নি। উল্টো করে দুই থানা পুলিশ খোকসা ও পাংশা উপজেলার সীমানা নিয়ে বিরোধে জড়িয়ে পরে। খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ ডাকাতির ঘটনা স্বীকার করেন। তবে তার দাবি ডাকাতির ঘটনাটি ঘটেছে পাংশা থানার মধ্যে। ডাকাতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে খোকসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছায়। তারা পাংশা থানা পুলিশ ঘটনা স্থলে ডেকে নিয়ে আসে। এ ব্যাপারে পাংশার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মিয়া বলেন, একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে সেটি ঘটেছে খোকসা উপজেলার মধ্যে। ঘটনাস্থলে পাংশা থানা পুলিশ গিয়েছিল। তিনি নিশ্চিত করে বলেন ডাকাতির ঘটনাটি খোকসা উপজেলার মধ্যে ঘটেছে।
আরো খবর...
- শীতে যে ফুলগুলো চাষ করবেন
- বিপিএলে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল
- ব্যর্থতার গন্ডি ভেঙে জয়ে ফিরল আর্সেনাল
- লুকাকু-মার্তিনেসকে নিয়ে সতর্ক বার্সেলোনা কোচ
- আজ শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’ মাঠের লড়াই
- আমলায় প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- দৌলতপুরে মুলকাটা পিয়াঁজ বাজারে : লাভবান চাষীরা
- নওয়াজের কাছেই হেরে গেল নওয়াজ
- ভুলে আলিয়ার বিয়ের কথা বলে দিলেন দীপিকা!
- রাহাতের কণ্ঠে বাংলা গান
- ঐশ্বরিয়ার স্বামীর মান ভাঙালেন শাহরুখ
- শেষের রোমাঞ্চে রিয়ালকে জয়বঞ্চিত করল পিএসজি
- ইউটু’র সঙ্গে এ আর রহমান
- সুখবর নিয়ে ঢাকায় দেব
- হেলমেট মাথায় দিয়ে বোলিং!
- নতুন পরিচয়ে মৌসুমী
- রান না পেয়ে ৩ কিলোমিটার দৌড়ালেন স্মিথ
- সততার পরিচয়…
- বৃহত্তর কুষ্টিয়া জেলায় ইনডেক্স ল্যাবরেটরিজের ডিলারশীপ উদ্বোধন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রতিদিন বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান
- দৌলতপুর সীমান্তে ফেনসিডিল উদ্ধার